পদার্থবিজ্ঞানের মেধাবী ছাত্র ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের খ্যাতিমান শিক্ষক অধ্যাক এ. এম. হারুন অর রশীদ বিজ্ঞানচর্চা ও বাংলা ভাষার প্রতি প্রগাঢ় অনুরাগবশত লেখালেখির যেসব কাজ করেছেন তার বিষয় প্রধানত বিজ্ঞান ও বিজ্ঞানী। তিনি চাইতেন, আমাদের দেশের বিজ্ঞানের ছাত্রছাত্রীরা শুধু বিজ্ঞানশিক্ষা নয়, সেই সঙ্গে বিজ্ঞানচর্চার প্রতিও বিশেষভাবে আগ্রহী হয়ে উঠুক। ব্যক্তিগতভাবে তাঁর সৌভাগ্য হয়েছিল পৃথিবীর কয়েকজন অত্যন্ত বিখ্যাত ও প্রতিভাবান বিজ্ঞানীর ব্যক্তিগত সাহচর্যে আসার। তাঁদের কাছ থেকে যা কিছু শেখার সৌভাগ্য তাঁর হয়েছিল সেগুলি বাঙালি পাঠকদের জন্য পরিবেশন করেছেন তিনি উপমহাদেশের কয়েকজন বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানের কয়েকজন স্রষ্টা নামে তাঁর দুটি বইয়ে। সে কারণেই বই দুটি এক মলাটের ভেতরে 'বরণীয় বিজ্ঞানী অরণীয় কৃতিকথা' নামে প্রকাশ করছি আমরা বিশেষভাবে আগ্রহী পাঠকদের কথা মনে রেখেই। আমাদের আশা ও বিশ্বাস, এতে বাংলা ভাষায় বিজ্ঞান পাঠ ও সামগ্রিকভাবে বিজ্ঞানচর্চার প্রতি সবার আগ্রই আরো বাড়বে।