একমুখী দৃষ্টিভঙ্গিতে যেমন এই গ্রন্থের প্রবন্ধগুলি আচ্ছন্ন নয়, তেমনই বিষয় নির্বাচনে এরা বিচিত্র ও বহুমুখী। এখানে সমাজ ও রাষ্ট্র কিংবা ভাষা ও পরিভাষা নিয়ে লেখকের চিন্তাভাবনার পাশাপাশি আছে মানুষের জগতে বিজ্ঞান এবং বৈজ্ঞানিকদের নিয়ে সুচিন্তিত রচনা। এমনকী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন নিয়েও। প্রবন্ধগুলি লেখা হয়েছে এই ভেবে যে, সুস্থ সমাজ গড়তে হলে দেশের সাবেক সংস্কৃতির সঙ্গে বিজ্ঞান আর প্রযুক্তির সেতুবন্ধন করতে হবে। সেতুগুলিকে হতে হবে অনেক রকমের এবং অনেক স্তরে বিন্যস্ত। সেতু চাই ভিনাসের সঙ্গে বিশ্বকর্মার, পুরনো রীতির সঙ্গে নতুন যোজনার। রীতি পুরনো বলেই দোষের হবে এমন নয়। অনেক সময় তা ধারাবাহিকতা দেয়, আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রয়োজন হল রীতিকে আধুনিক বিজ্ঞান দিয়ে যাচাই করে নেওয়া। এই আত্তীকরণের মাধ্যমেই আমাদের জীবন ও মননপ্রবাহ অব্যাহত থাকবে। ‘প্রবন্ধসংগ্রহ’ গ্রন্থে সংকলিত রচনাগুলি এই জরুরি কথাটি নানাভাবে ব্যক্ত করেছে।