সকল বই

দীপঙ্কর চট্টোপাধ্যায় এর বই সূমহ

দীপঙ্কর চট্টোপাধ্যায়

দীপঙ্কর চট্টোপাধ্যায়-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৩৩। শিক্ষা: রাঁচি, বিশ্বভারতী, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়। অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় (১৯৫৮-৬১) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (১৯৬৫-৯৮)। অতিথি বিজ্ঞানী এবং অধ্যাপকরূপে যুক্ত ছিলেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তাঁর গবেষণা মূলত বিজ্ঞান এবং তত্ত্বগত পদার্থবিদ্যা। বিজ্ঞান এবং অন্যান্য বহু বিষয়ে প্রবন্ধ লিখেছেন নানা আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় ও বাংলা সাময়িকপত্রে। প্রকাশিত গ্রন্থ ‘The Theory of Auger Transitions’, ‘মৌল কণা’, ‘ইলেকট্রন ও তার বর্ণালী’ (দুই খণ্ড), ‘প্রাণ ও অপ্রাণের সীমান্তে’ এবং ‘রবীন্দ্রনাথ ও বিজ্ঞান’। লেখক রবীন্দ্রপুরস্কারে (১৯৯১) ভূষিত। প্রয়াণ: ২২ জুলাই ২০০২।

Showing 1 to 1 of 1 results