সকল বই

প্রবোধচন্দ্র সেন এর বই সূমহ

প্রবোধচন্দ্র সেন

প্রবোধচন্দ্র সেনের জন্ম ২৭ এপ্রিল ১৮৯৭। পূর্ব বাংলার কুমিল্লায়। শিক্ষার শুরু কুমিল্লা ও শ্রীহট্ট শহরে। ‘প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ., প্রথম শ্রেণীতে প্রথম। কর্মজীবনে প্রথমে খুলনা দৌলতপুর কলেজে ইতিহাস ও বাংলা সাহিত্যের অধ্যাপক (১৯৩২-৪২)। পরে বিশ্বভারতীতে বাংলা সাহিত্যের রবীন্দ্র অধ্যাপক ও রবীন্দ্রভবনের অধ্যক্ষ (১৯৪২-৬৫)। ছাত্রাবস্থাতেই বাংলা ছন্দ বিষয়ে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ লিখে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। এই সূত্রেই তাঁর রবীন্দ্রনাথের সান্নিধ্যলাভ ও পরিণামে বিশ্বভারতীতে অধ্যাপনার কর্মগ্রহণ। প্রায় সারাজীবনের (১৯২২-৮৫) গবেষণার ফলে তাঁর রচিত শতাধিক ছন্দপ্রবন্ধ এবং ‘ছন্দজিজ্ঞাসা’, ‘আধুনিক বাংলা ছন্দসাহিত্য’, ‘ছন্দোগুরু রবীন্দ্রনাথ’ প্রভৃতি বহু গ্রন্থ বাংলা সাহিত্যের একটি বড় অভাব পূরণ করেছে। ফলে বাংলা ছন্দশাস্ত্রের নির্মাতা বলেই তাঁর সর্বাধিক খ্যাতি। ছন্দ ছাড়াও রবীন্দ্রসাহিত্য, ইতিহাস ও অন্য নানা বিষয়ে বহু মননাত্মক প্রবন্ধ ও গ্রন্থের রচয়িতা। ‘ভারতাত্মা কবি কালিদাস’ পেয়েছে বঙ্কিম পুরস্কার।

Showing 1 to 2 of 2 results