বিজ্ঞানীরা মনে করেন, বিশ্বসৃষ্টির অজানা অনেক তথ্য লুকিয়ে আছে রহস্যময় ও বিপদসংকুল দক্ষিণ মেরু মহাদেশে। বিপদ বাধা অতিক্রম করে এই তুষরাবৃত মহাদেশে অভিযাত্রীরা তাই বারবার হানা দিয়েছেন, চেষ্টা করেছেন নতুন সব তথ্য আহরণের, যা থেকে পাওয়া যাবে সৃষ্টিরহস্য উদঘাটনের চাবিকাঠি। ‘পৃথিবীর শেষপ্রান্তে’ দক্ষিণ মেরু মহাদেশে অভিযানের অন্তরঙ্গ অভিজ্ঞতার কথা। প্রখ্যাত ভূবিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায় মার্কিন বিজ্ঞানীদলের হয়ে একাধিকবার ওই মহাদেশে পাড়ি দিয়েছেন, তাঁর নেতৃত্বে ওখানে পরিচালিত হয়েছে ভূবিজ্ঞান সংক্রান্ত নানা পরীক্ষানিরীক্ষা। ডায়েরির আকারে তিনি তাঁর সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন। দক্ষিণ মেরু মহাদেশে এখন পর্যন্ত যে সব অভিযান হয়েছে, যে সব তথ্য পাওয়া গিয়েছে তার মূল্যবান বিবরণও পাওয়া যাবে এই গ্রন্থে। শুধু বাংলা ভাষায় নয়, ভারতীয় ভাষাগুলির মধ্যেও দক্ষিণ মেরু নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হল।