Authors:
শাকুর মজিদ
শাকুর মজিদের নানা পরিচয়। পেশায় স্থপতি হলেও নাট্যকার, কথাসাহিত্যিক, আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তাঁর স্বতন্ত্র পরিচয় আছে।
জন্ম ১৯৬৫ সালের ২২ নভেম্বর, সিলেট জেলার বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রামে।
পড়াশোনা- মাথিউরা দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
দেয়াল-পত্রিকা ও স্কুল ম্যাগাজিনে কবিতা ও গল্প দিয়ে লেখালেখি শুরু। কুড়ি বছর বয়সে তাঁর লেখা নাটক প্রচার হয় সিলেট বেতারে। এরপর টেলিভিশন ও মঞ্চের জন্যে নাটক লিখেছেন, পরিচালনা করেছেন নিজের লেখা বেশ ক’টি টেলিভিশন নাটক ও টেলিফিল্ম। দেশ-বিদেশ ঘুরে বানিয়েছেন তিন শতাধিক প্রামাণ্যচিত্র।
ঘুরে বেড়ানো বড় শখ। তিরিশাধিক দেশ ভ্রমণ করেছেন। লিখেছেন ২১টি ভ্রমণগ্রন্থ, ৭টি আত্মজৈবনিক ও স্মৃতিগদ্য। এ ছাড়াও ছোটগল্প, নাটক, স্থাপত্য এবং আলোকচিত্রের উপর রয়েছে ৬টি বই।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ভ্রমণসাহিত্য) ২০১৭, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬, সমরেশ বসু সাহিত্য পুরস্কার ২০১৫, রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার ২০১৩, সিলেট শিল্পকলা একাডেমি পুরস্কার (চলচ্চিত্র) ২০১৬ ছাড়াও টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার জন্য ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক হিসাবে বিভিন্ন সংগঠনের দেয়া প্রায় দেড় ডজন পুরস্কার পেয়েছেন।
ব্যক্তিজীবনে শাকুর মজিদ একজন পেশাদার স্থপতি এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্ট-টাইম ফ্যাকাল্টি। স্ত্রী অধ্যাপক ডঃ হোসনে আরা জলী একজন লেখক ও গীতিকার। দুই পুত্র- ইশমাম ও ইবন।