৪র্থ শিল্প বিপ্লব ধেয়ে আসছে আমাদের দিকে, গতানুগতিক শিক্ষা ও কর্মব্যবস্থা এই আসন্ন শিল্প বিপ্লবে আমাদের নিশ্চিহ্ন করে দিতে পারে।অপর দিকে সঠিক ও প্রযুক্তিগত শিক্ষা এবং দক্ষতা এনে দিতে পারে অপার সম্ভাবনা। অনেকেই এই ৪র্থ শিল্প বিপ্লব নিয়ে কথা বলেছে কিন্তু আমাদের তরুণদের সঠিক দিক নির্দেশনা সঠিক পরামর্শ ও আধুনিক যোগ্যতা এবং দক্ষতার সাথে পরিচয় কমই করিয়ে দিতে পেরেছেন। এতে করে তরুণদের মধ্যে হতাশা বাসা বাধতে পারে যা আমাদের দেশের জন্য ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে। যা এই করোনা মহামারীর সময়ে অনেক তরুণের মধ্যেই দেখতে পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে লেখক খুব ভেবেছেন। তাই তিনি চেষ্টা করেছেন এই তরুণদের জন্য তার ৪০ বছরের সমৃদ্ধ কর্মজীবনের অভিজ্ঞতা এবং জ্ঞান সামনে নিয়ে আসতে এবং এই আসন্ন শিল্প বিপ্লব মোকাবেলায় শুধু নয় ভবিষ্যৎ উন্নত ও সমৃদ্ধ জীবন সম্পর্কে ধারণা দিতে। যা এই বইটি লেখার অন্যতম উদ্দেশ্য এবং এতেই তিনি স্বার্থকতা খুঁজেছেন।