আমাদের শিশুসাহিত্য জগতে শামসুর রাহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, বাংলাদেশের স্বল্পালোকিত শিশুসাহিত্যে যে সামান্য পরিমাণ উজ্জ্বলতা দৃশ্যমান তারও অনেকটা প্রতিভূ তিনিই। ছয়টি ছড়া-কবিতার বই এবং একটি স্মৃতিকথা সমন্বয়ে দীপ্র শামসুর রাহমানের শিশুসাহিত্যের সম্ভার। তাঁর ছড়া-কবিতার বইগুলো হচ্ছে-এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনুর সাঁকো, লাল ফুলকির ছড়া এবং নয়নার জন্য। ছোটদের জন্য একমাত্র গদ্য গ্রন্থটির নাম স্মৃতির শহর।
শামসুর রাহমানের ছড়ার বিষয়-বৈচিত্র্য উল্লেখ করার মতো। তাঁর নিজের ভাষায়- “লোকজ ছড়া ভেঙে নিজের মতো করে পাকিস্তানি আমলের হাল-হকিকত এবং তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু ছড়া লিখেছি। কখনো কখনো সাম্প্রতিক ঘটনাও আমার ছড়ায় ঠাঁই করে নেয়। শুধু বাস্তব ঘটনাই নয়, কল্পনার রাজ্যের কথাও অনেক জায়গা জুড়ে আছে।” শামসুর রাহমানের সমস্ত ছড়া এক জায়গায় করা হলো এবার। আমাদের দেশের এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী শিশু-কিশোররা আনন্দিত হবে এই বই পেয়ে এতে কোনো সন্দেহ নেই।