সুভাষচন্দ্রকে নিয়ে একটি জনপ্রিয় হিন্দি গানে যা রয়েছে, তার বাংলা করলে দাঁড়ায়— যদি সেই বীরের কথা জানতে চাও তো মহাকালকে প্রশ্ন করো, তাঁর আত্মোৎসর্গের কথা জানতে চাও তো জিজ্ঞাসা করো বাংলাকে, কীভাবে সেই মহাজীবনের বলিদান, তা যদি জানতে চাও তো ইমফলকে আর আসামের প্রতিটি বৃক্ষশাখাকে প্রশ্ন করে জেনে নাও। শুধু কি আসামে আর ইমফলে, সেই মহামানবের চরণরেখা দেশ-দেশান্তরের যে-যে পথে লেখা, তারই সন্ধানে বারবার গিয়েছেন যাঁরা, নেতাজি রিসার্চ ব্যুরোর ঘনিষ্ঠ কর্মী কৃষ্ণা বসু তাঁদেরই অন্যতমা। বসু-পরিবারের বধূ কৃষ্ণা বসুর এই বইতে সেই সন্ধানেরই এক তথ্যবহুল ও চিত্তাকর্ষক কাহিনী। জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফরমোজা— যেখানেই গিয়েছেন, সেখানেই তাঁর অনুসরণ করতে পেরেছেন সেই পথ, যে-পথে একদা ভারতের মুক্তিযুদ্ধ অগ্রসর হয়েছিল নেতাজির মহান নেতৃত্বে। সেদিনের বহু প্রত্যক্ষদর্শীর সঙ্গে দেখা করেছেন; কাগজপত্র, ফোটোগ্রাফ জাতীয় বহু মূল্যবান ডকুমেন্টও করেছেন জোগাড়। নেতাজি সম্পর্কে বহু নতুন আলো ফেলবে এই বই। একটি ভ্রমণকাহিনীর নিটোল স্বাদও দেবে উপহার। বিস্তর দুষ্প্রাপ্য ছবি ও প্রতিলিপিতে সমৃদ্ধ।