গত চারদশকে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে লেখা হয়েছে। তবে, মুক্তিযুদ্ধের শত্রুপক্ষে বিষয়ে লেখালেখি প্রায় হয়নি। যতটুকু লেখালেখি হয়েছে তার অধিকাংশই লিখেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি প্রধানত শত্রুপক্ষের মনস্তত্ত্ব নিয়েই আলােচনা করেছেন। এ- বিষয়ক একটি গ্রন্থ দুখণ্ডে আমরা ইতঃপূর্বে প্রকাশ করেছি, নাম—রাজাকারের মন। এরই ধারাবাহিকতায় প্রকাশিত হলাে হানাদার পাকিস্তানি বাহিনীর সহযােগী ফ্রন্ট, রাজাকারদের সংগঠন শান্তিকমিটি নিয়ে-'শান্তিকমিটি ১৯৭১'। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সমর্থকদের শায়েস্তা করার জন্য গঠিত হয় রাজাকারদের সংগঠন। শান্তিকমিটি যার অন্যতম নেতা ছিলেন জামায়াতে ইসলামের আমীর গােলাম আযম। গােলাম আযম ও অন্যান্যদের নেতৃত্বে শান্তিকমিটির সদস্যরা খুন লুট ধর্ষণ অগ্নিসংযােগ—এমন কোনাে দুষ্কর্ম নেই যা করেনি। অথচ শান্তিকমিটি নিয়ে গবেষণা এর আগে হয়নি এবং এ নিয়ে আলাদা কোনাে গ্রন্থও প্রকাশিত হয়নি। সেই পথিকৃতের কাজটি সমাপন করে ড. মুনতাসীর মামুন আবারও প্রমাণ করলেন তিনিই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক।