আবুল কাসেম ফজলুল হকের লেখা তথ্যনির্ভর ও চিন্তাসমৃদ্ধ। চিন্তার জন্য চিন্তা কিংবা কেবল আনন্দের জন্য চিন্তা তিনি করেন না। এক উন্নত বাংলাদেশ এবং উন্নত পৃথিবীর স্বপ্ন দেখেন তিনি। বাংলাদেশে চিন্তার সঙ্গে কর্মের সংযোগের প্রয়োজন তিনি তীব্রভাবে অনুভব করেন। বাংলাদেশের জনগণের ও মানবজাতির প্রগতি নিয়ে পরম আশা আছে তাঁর মনে। ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, নীতিবিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতা, সাহিত্যতত্ত্ব, সৌন্দর্যতত্ত্ব ইত্যাদি জ্ঞানশাখার ধারা ধরে তিনি ব্যক্তি, সমাজ, জাতি, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থার মহান দিকগুলোকে ফুটিয়ে তোলেন। প্রবল প্রতিকূলতার মাঝখানে দাঁড়িয়ে মানবীয় মহত্ত্বের অন্তহীন সম্ভাবনাকে তিনি উন্মোচন করেন। তাঁর চিন্তা একই সঙ্গে a method of enquiry এবং mode of action। চতুষ্পার্শ্বের নিদারুণ চরিত্রদৈন্যের মধ্যে তিনি চরিত্রবল সৃষ্টিতে প্রয়াসপর। তাঁর এসব বৈশিষ্ট্যের উজ্জ্বল প্রকাশ আছে এ-গ্রন্থের লেখাগুলোতেও। বিবেকবান, যুক্তিপরায়ণ, স্বাধীনচিত্ত, সাহসী, চিন্তাশীল দূরদর্শী প্রগতিবাদী লেখক তিনি। এ গ্রন্থ তাঁর ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যকে স্পষ্টতর করে। বাংলাদেশকে সুস্থ, স্বাভাবিক, স্বাধীন, সার্বভৌম, শক্তিমান, সমৃদ্ধিমান, প্রগতিশীল রাষ্ট্র রূপে গড়ে তোলার আন্তরিক তাগিদ কাজ করছে প্রতিটি লেখার পেছনে।