বাংলাদেশ রাজনীতিতে ধর্মের ব্যবহার অথবা অন্যভাবে বললে ধর্মের রাজনৈতিক ব্যবহার নতুন কোনো বিষয় নয়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে রাষ্ট্র কর্তৃক একটি ধর্মকে ঢালাওভাবে রাজনৈতিক কার্যে ব্যবহার শুরু হয় যা ১৯৭১ পর্যন্ত অব্যাহত থাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা ব্যাপকভাবে ধর্মের অপব্যবহার ও অপব্যাখ্যা করে। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার জনগণের মানসিকতা উপলব্ধি করে দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করে। যদিও ’৭৫-এর আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় নীতি থেকে অপসারিত হয়। এরপর থেকে সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতিতে সংযুক্ত হয় ধর্মীয় উপকরণ। ধর্মের রাজনীতিকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হয়। সেই থেকে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে চলছে বিতর্ক। এ ক্ষেত্রে মূলত দুটো ধারা রয়েছে। একটি ধারার অনুসারীরা রাষ্ট্রীয় নীতিতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার পক্ষপাতী। অপর ধারার অনুসারীরা রাষ্ট্রীয় নীতিতে ইসলামী আদর্শের সংযোজনের পক্ষপাতী। যে কোনো জাতীয় ইস্যুতে বিশেষ করে জাতীয় নির্বাচনে উভয়পক্ষের প্রচারণায় ধর্মীয় বিষয়টি প্রাধান্য পায়।
আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় নীতিতে ধর্মের অবস্থান এবং সর্বোপরি ধর্মের রাজনীতি সম্পর্কে জানার জন্যে তেমন কোনো তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী গ্রন্থ নেই বললেই চলে। এই শূন্যতার দিকে খেয়াল রেখেই বর্তমান গ্রন্থে ১১টি মূল্যবান প্রবন্ধ সংকলিত হয়েছে। প্রবন্ধগুলো থেকে পাকিস্তান আমলে শাসক গোষ্ঠীর স্বার্থে ধর্মের রাজনৈতিক ব্যবহার, স্বাধীনতার পর রাষ্ট্রীয়নীতিতে ধর্মনিরপেক্ষতা ও এর প্রকৃতি এবং উপযোগিতা, বাংলাদেশের ধর্মের রাজনীতির উত্থান-ক্রমবিকাশ ও এর কৃষ্ণরূপ মূল্যায়ন করা হয়েছে। তাছাড়া জেনারেল এরশাদের আমলে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সাংবিধানিক দুর্বলতা, বৈধতা ও প্রতিক্রিয়া এবং সর্বশেষে উপমহাদেশে সাম্প্রদায়িকতার অতীত ও বর্তমান রূপ আলোচিত হয়েছে। লেখক তালিকায় আছেন ড. সালাহ্উদ্দীন আহ্মেদ, ড. আনিসুজ্জামান, ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রফেসর কবীর চৌধুরী, রশীদ আল ফারুকী, ড. মোহাম্মদ বাহাউদ্দিন, বিচারপতি কামালউদ্দিন হোসেন, ড. হাসান মোহাম্মদ, মাওলানা আবদুল আউয়াল, মঞ্জুর আহসান এবং আবদুস সালাম। যারা সক্রিয় রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত, শিক্ষার্থী, প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী তারা প্রবন্ধগুলো থেকে অনেক তথ্য পাবেন।