জাতির পিতা বঙ্গবন্ধু, অথচ তার জীবনকর্ম নিয়ে গবেষণা হয়েছে সবচেয়ে কম। একই কথা বারবার লিখেছেন অনেক জন। ড. মুনতাসীর মামুন সে দিকে না গিয়ে নতুন পথ বেছে নিয়েছেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী, গােয়েন্দা দফতরের নথিপত্র ও অন্যান্য তথ্যের সাহায্যে বঙ্গবন্ধুর জীবনী পুনর্গঠন করতে চেয়েছেন। এ ধরনের প্রচেষ্টা এখানে প্রথম। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ কেউ লিখতে চাইলে বর্তমান গ্রন্থটি সংক্ষিপ্ত রূপরেখা হিসেবে কাজ করবে।
২০২০ সাল বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী (২০২০-২১) যা মুজিববর্ষ হিসেবে পালিত হচ্ছে। মুজিববর্ষ পালিত হবে এ বছর পর্যন্ত। বঙ্গবন্ধু কে সামনে রেখে অনন্যা প্রকাশ করেছে মুনতাসীর মামুন লিখিত বঙ্গবন্ধুর জীবনী। ইত্যেমধ্যে চারখণ্ড প্রকাশিত হয়েছে ও পাঠক মহলে আদৃত হয়েছে। প্রথম খণ্ড বঙ্গবন্ধুর জীবন : ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি ১৯২০-১৯৪৯], দ্বিতীয় খণ্ড বঙ্গবন্ধুর জীবন: জেল থেকে জেলে (১৯৫০-১৯৫৫] ও তৃতীয় খণ্ড বঙ্গবন্ধুর জীবন : দল, ক্ষমতা ও সংকট (১৯৫৫-১৯৫৮] । চতুর্থ খণ্ড বঙ্গবন্ধুর জীবন : স্বাধীনতার স্বপ্ন [১৯৫৯-১৯৬৩]। বর্তমান খণ্ড, পঞ্চম খণ্ড বঙ্গবন্ধুর জীবন : মুক্তির অভিযাত্রা (১৯৬৪-১৯৬৭]। মুজিবর্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এ ধরনের গ্রন্থ রচনায় বাংলাদেশে মুনতাসীর মামুন ছাড়া আর কে আছেন?