ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি হলেন সেই ব্যক্তি যাকে এমন এক অপারেশনের নেতৃত্ব দিতে হয়েছিল, যেখানে যুদ্ধে পরাজিত হয়ে তার আত্মসমর্পণের মধ্য দিয়ে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ইতিহাসে অবিস্মরণীয় বছর ১৯৭১ সম্পর্কে সারা বিশ্বে অনেক বই লেখা হয়েছে। বেশিরভাগ বইই বাঙালির বীরত্বগাথার অমর ইতিহাস। কিন্তু এ বইয়ের ঘটনা একটু ভিন্ন। যিনি বাঙালিদের বিরুদ্ধে ১৯৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনিই এই বইয়ের লেখক জেনারেল নিয়াজি। যুদ্ধে পরাজয়ের জন্য দায়ী ঘটনাবলি সম্পর্কে তিনি নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন। এ বইয়ের কথাগুলাে জেনারেল নিয়াজির একান্ত নিজস্ব ।
জেনারেল নিয়াজি পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত সৈন্যদের একজন। তিনি ছিলেন কোয়েটায় স্কুল অভ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এর কমান্ডার এবং কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ইনস্ট্রাকটর । ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।