প্রতিটি মানুষে ভেতরে একটি করে কংকাল রয়েছে, সেই সত্য আমরা জানি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। পৃথিবীতে যতগুলো জীবিত মানুষ তত গুলো কংকাল মাটির বুকে হেটে বেড়াচ্ছে। টিংফু মামা অদ্ভুত চরিত্রের বিজ্ঞান মনস্ক মানুষ। তিনি চান তার ভাগ্নে এবং আগামী প্রজন্মরা বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে বেড়ে উঠুক। এই বইয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় উঠে এসেছে, যেখানে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং চমকপ্রদ তথ্য রয়েছে এই মহাবিশ্ব নিয়ে। বিশ্বাস বইটি পড়তে শুরু করলে শিশু-কিশোররা একটানে শেষ না করে উঠতে পারবে না। একটি কংকাল হল এই গল্পের মূল নায়ক। অরিত্রের বন্ধু হল সাইকেল আর টিকটিকি। অরিত্র কিন্তু টিংফু মামার ভাগ্নে। এই বইয়ে যে গল্পটি উঠে এসেছে, তা কিন্তু পুরোটাই কল্পনাজাত নয়, লেখকের অনেকটা বাস্তব অভিজ্ঞতা ও মস্তিষ্কের কঠিন শ্রমের ফসল। মূলত বইটি কিশোর-শিশুদের উদ্দেশ্যে লেখা। এই বইটি যখন কোন পাঠক পড়বে, তখন তার ভেতরে থাকা কংকাল টি যদি একটু নড়েচড়ে বসে এবং ভেতর থেকে জানান দেয়, এই গল্প তো মানুষের নয় এই গল্প হল আমাদের তবেই লেখকের লেখা সার্থক হবে।