‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ আমি প্রায় সাড়ে তিনশ’ বছরের সময়-চিত্রে উপস্থিত করেছি। সুদূর অতীতের কথা উপকথা কিংবদন্তি আর নিকট অতীতের রাজনীতি নিয়ে এর পরতে পরতে কাজ করেছি। উপন্যাস বলবার আঙ্গিকে ব্যবহার করেছি মিশ্র মাধ্যম বিভিন্ন উত্তম পুরুষ, তৃতীয় পুরুষ, ডায়রি, খবর কাগজের উদ্ধৃতি আমার কলমে এই প্রথম। আমার অন্যান্য সকল উপন্যাসের চেয়ে দীর্ঘই হয়েছে এ উপন্যাস। এর প্রথম পর্ব বর্তমান খণ্ডে গ্রথিত হলাে। দ্বিতীয় পর্ব পরের খণ্ডে থাকবে।
‘ইহা মানুষ’ বলেছে মানুষের মানবরূপ সংকটের কথা— এ এক আতংকতাড়িত মানুষের কথা বটে। চোখবাজি’-তে আমি বাস্তব ও কল্পজগতের ভেতরে দূরত্ব ঘুচিয়ে যে-গল্পটি বলে গেছি সেটিও আতংকতাড়িত একটি সময়ের কথা।
আমার উপন্যাস সমগ্রের এই সপ্তম খণ্ডে গ্রথিত হলাে তবে বৃষ্টি বিদ্রোহীগণ’-এ রক্ষণশীল মুসলিম পরিবার থেকে এক বাঙালির উত্থানকথা। এবং ইহা মানুষ’ ও ‘চোখবাজি’তে সেই বাঙালিরই ভূমিতে অস্তিত্বের দু’টি আতংক কথা।