কিউবার বিপ্লব ঠিক কতখানি প্রসার লাভ করেছে। সে-বিষয়ে জরিপ চালানাের উদ্দেশে অ্যালায়েন্স। ফর প্রােগ্রেস-এর ডাক দেন প্রেসিডেন্ট কেনেডি। ১৯৬১ সালে আয়ােজিত ওই সমাবেশের উপলক্ষ্য ছিলাে গােটা আমেরিকা জুড়ে মুক্তবাণিজ্য প্রসার এবং উন্নয়ন। গােটা আমেরিকা মহাদেশকে যুক্তরাষ্ট্রের স্বার্থের দাস করে রাখবার লক্ষ্যে এই আয়ােজন করা হয়েছে বলে সমাবেশে অভিযােগ। তােলেন কিউবার অবিসংবাদিত নেতা আর্নেস্তো চে গুয়েভারা, যাকে এড়ােথেবড়াে শুশ্রুধারী কিউবার আর্থনীতিক জার’ বলে উল্লেখ করেছে। টাইম ম্যাগাজিন। সমাবেশ চলাকালীন এক নৈশভােজে কেনেডির বিশেষ দূত রিচার্ড গুডউইন এবং চে গুয়েভারা মুখােমুখি হন; আর এর মধ্য দিয়ে ওই সমাবেশ আয়ােজনের গােপন উদ্দেশের সন্ধান পাওয়া যায় ভূমিকাতেই। অ্যালায়েন্স ফর প্রােগ্রেসের বিভিন্ন। ইস্যু নিয়ে টেলিভিশনে প্রচারিত চে গুয়েভারার বক্তৃতাসহ অপ্রকাশিত অনেক তথ্য-দলিলে সমৃদ্দ আমাদের আর তাহাদের আমেরিকা।