গাছের ডালপালার সাথে জীবনের ঘটনাপ্রবাহের মিল বিদ্যমান। ডালপালা আর কাণ্ড মিলে যেমন গাছ, তেমনি মানুষের জীবনের ঘটনাপ্রবাহ আর। তার দেহ-মন মিলেই জীবন। লাউগাছের মতাে কিছু গাছের পাতা বা কাণ্ড পরিণত না হয়ে আকর্ষতে রূপান্তরিত হয়, যেগুলাের সাহায্যে অবলম্বনকে ঘিরে সেই গাছ বেড়ে ওঠে। তেমনি কিছু ঘটনাপ্রবাহ মানুষের মানসিকতায় পরিবর্তন আনে, হােক তা ইতিবাচক বা নেতিবাচক, সেই পরিবর্তন স্থায়ী হােক বা অস্থায়ী, কিছু সময়ের জন্য। সেটিই মানুষের ভাবনা ও পরবর্তী কর্মপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ন্ত্রণই তার। ব্যক্তিজীবনের গন্তব্যকে আকৃষ্ট করে। ঠিক যেমন। আকর্ষ করে একটি গাছের। আকর্ষী’ বইয়ের। গল্পগুলাের সব চরিত্র তাদের জীবনে ঘটনাপ্রবাহের দ্বারা প্রভাবিত—এই মানসিকতার তাড়না । ‘আকর্ষী’র সমস্ত গল্পকে এগিয়ে নিয়ে যায়। কারণ, মানুষ তার মানসিকতার কারণে বিশেষ কাজের প্রতি আকষ্ট হয়। মানসিকতাই মানুষের আকর্ষী। সমাজের চেয়েও বড় হয়ে ওঠে একজন মানুষ, তার চিন্তা ও কর্ম।